PRIVACY NOTICE

At r ventures PLC, we understand that in today’s digitally connected and data driven world, sometimes it can be difficult to understand how your personal information is being collected and used. As part of our commitment to being transparent with our customers and business partners, we want to clearly explain about our data privacy practices and how we protect your privacy so that you can make informed decisions.

As we recognize the importance of protecting and safeguarding your personal information that you have entrusted to us, we have established privacy policies that defines and enforces the structure and accountability for secure and respectful collection, use and sharing of your personal information.

All our activities are underpinned by our T.R.U.S.T principles of being Transparent, respecting your Rights, Using of your personal data, implementing robust cyber Security practices and taking due care when data Transfer is required.

Please take a moment to make yourself familiar with our data privacy practices. Should you have any queries, feel free to reach us at binge.support@rventuresplc.com

Note that we may from time to time amend, modify, vary or update this Privacy Notice and such updated version shall be available at https://binge.buzz/privacy-policy and you will be bound by such modifications, variations or updates.

Information about Children

If you are under the age of [18], you are required to obtain the consent of your parent, guardian or person who has parental responsibility over you before sending us your personal data (for example, your name, address and email address). In such cases, we may require sufficient proof of such consent at any time.

What personal data do we collect?

The types of personal data we collect or obtain may vary according to our relationship with a data subject (person whose data are collected) and may include the following:

For Customers

  • contact information (such as name, address, email address and telephone number)
  • demographic information (such as age range, gender etc.)
  • photographs, videos such as those that you may submit for contests or prize-winning competitions
  • banking information (such as direct debit or credit and related bill payment banking transactions)
  • information from other sources and combine that with information we collect through the Platform. For example, if you create an account using your credentials from a third-party websites (such as but not limited to Google, Facebook and others), we will have access to certain information from that site, such as your name, profile and account information, "likes", comments you have shared, groups and location, in accordance with the authorization procedures determined by such third-party social media site.
  • information about users from our partners and service providers, (including, for example, business partners, analytics vendors and search information providers) which we use to personalize your experience on the Platform.
  • subscribers and their usage behaviour of service, their interactions with Binge’s advertising, as well as information regarding subscriber’s computer, handheld device or other device used to access Binge’s service (such as gaming systems, smart TVs, mobile devices, and set top boxes)
  • subscriber’s activity on Binge service, such as title selections, watch history and search queries; details of subscriber’s interactions with Customer Service, such as the date, time and reason for contacting Binge, transcripts of any chat conversations, and if subscribers call Binge, their phone number and call recordings; device IDs or other unique identifiers; device and software characteristics (such as type and configuration), connection information, statistics on page views, referral URLs, IP address (which may inform Binge user's general location), browser and standard web server log information. Information collected via the use of cookies, web beacons and other technologies, including ad data (such as information on the availability and delivery of ads, the site URL, as well as the date and time).
When do we collect your personal data?

We may collect or obtain your personal data:
    For Customers
  • when you register for information relating to our and/or services or for any other purposes(s)
  • when you communicate with us (such as SMS, text messages or other digital channels, emails, questionnaires or surveys)
  • When you buy a subscription


When do we collect your personal data?

Your personal data may be used or processed for the purpose of:
    For Customers
  • providing you with our products, services and/or offers which may be of interest to you
  • notifying you about benefits and changes to the features of our products and services
  • providing you with our latest offers, campaigns and promotions (where you subscribe to such updates)
  • sending you service messages about our subscription or account registration
  • using your data for participation in our customer surveys or meetings
  • compliance with laws and legal, contractual and/or regulatory obligations protecting or exercising our legal, contractual and/or regulatory rights and remedies
  • sending you information via telephone calls, text messages or other digital channels, emails, etc. or social media about products and services offered by selected third parties that we think may interest you
  • Resolve disputes, securing payments against purchase, and troubleshoot problems
  • Customize, measure and improve our services, content and advertising
  • Compare subscribers’ submitted/tracked information for accuracy, and verify it with third parties
  • other legitimate purposes




Who do we disclose your personal data to?

We may disclose your personal data:
    For Customers
  • to members of our group companies
  • to other carriers and operators when routing international calls
  • to third parties when disclosure is necessary or reasonable to protect our rights, protect your security, investigate fraud or respond to a law enforcement request
  • to our service providers, field engineers, contractors, subcontractors or any other third-party performing work on our behalf or at our instruction
  • to our business partners for our marketing activities
  • to third parties for credit checks and fraud management
  • to third parties for carrying out analytics to understand how you use our services
  • to third parties for research and development purposes
  • to our dealers or agents
  • to third parties for the purposes set out under “why do we collect your personal data?”


We use reasonable efforts in accordance with industry best practices to ensure that the above-mentioned maintain the confidentiality of your personal data and are restricted from using your personal data for any unauthorised purpose.

What are your rights?

We respect your rights and privacy by taking steps to ensure that your personal data is accurate, complete, not misleading and up to date. As a data subject of r ventures PLC, you have the following rights:
  • Right to be informed,
  • Right to access your personal data
  • Right to correct/update your personal information you have provided to us.


Transfers of Personal Data We may transfer your personal data across geographical borders to other entities in compliance with law. Where your personal data has been transferred to members of our group of companies and/or to third parties located outside of Bangladesh, the transfer of your personal data is carried out under organizational, contractual and legal measures and with adequate levels of protection implemented as well as any additional local legal requirements for the parties receiving this information in order to safeguard your personal data.

How do we store and protect your personal data?

We may collect and store your personal data in electronic or physical form, depending upon the requirement. Information may be stored at our and third-party premises within IT Systems (e.g. external cloud storage, internal or third-party management systems, e-mail, database, hard drives), document warehouses etc ensuring proper security measures.

We endeavour, where practicable, to process your personal data in a safe environment by preventing any unauthorized or unlawful processing of personal data or accidental loss or destruction of, or damage to, such information. We have implemented various physical, technical and administrative security measures to protect your personal data and our network from unauthorized access. Some of these measures include:
  • encryption of data in transit or at rest
  • strict adherence to privacy and security practices
  • periodic security assessment and reviews to upgrade our practices
  • restriction of access to such data to personnel who have a need to know such data


How long do we retain your personal data?

We will retain your personal data only for as long as such information is necessary for the purposes it was collected for. The retention period for personal data may also be affected by the requirements of applicable laws. In all cases information may be held for a) a longer period where there is a legal or regulatory reason to do so (in which case it will be deleted once no longer required for the legal or regulatory purpose) or b) a shorter period where the individual objects to the processing of their personal data.

Consequences of not providing personal data

We may require collection of certain personal data about you and failure to provide such information may:
  • result in us being unable to process your application and/or provide you with our services
  • result in us being unable to respond to your requests on our products/services
  • limit or prevent access to certain features on our website/weblinks
  • result in us being unable to update you on latest updates regarding any promotions, our services/products or launches
  • result in your inability to receive invitation to promotional activities organized by us • negatively affect our ability to communicate with you
  • negatively affect our ability to communicate with you
  • result in our ability to enter into a contract with you or a counter-party or continuing to contract with you or a counter-party
  • negatively impact your chances of being selected for any potential employment, engagement or internship


By submitting personal data to us, you acknowledge that:
  • You have read and understood this Privacy Notice and agree and consent to the use, processing and transfer of personal data as set out herein.
  • All information and representation provided are true and correct to the best of your knowledge, and you have not knowingly omitted any relevant information

গোপনীয়তা বিষয়ে নোটিশ

আর ভেনচারস পি এল সি , আমরা বুঝতে পারি যে আজকের এই ডিজিটাল এবং ডাটার উপর নির্ভরশীল দুনিয়ায় আপনার তথ্য কীভাবে সংগ্রহ আর ব্যবহার করা হয় সেটা বোঝা কঠিন। এই বিষয়ে আমাদের গ্রাহক এবং পার্টনারদের প্রতি আমাদের প্রতিশ্রুতির স্বচ্ছতার জন্য স্পষ্ট ব্যাখ্যা দিতে চাই।

যেহেতু আমরা আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং এর গুরুত্ব বুঝি, তাই তথ্যের গোপনীয়তা সম্পর্কিত নীতি এমনভাবে প্রতিষ্ঠা করেছি, যাতে আপনার ব্যক্তিগত তথ্য এবং তথ্যের ব্যবহার সবসময় থাকে সুরক্ষিত।

আমরা যেকোনো কাজ করার সময় T.R.U.S.T নীতিগুলো মেনে চলি। এগুলো হলো: তথ্যের ব্যবহার স্বচ্ছ রাখা, আপনার অধিকারের উপর সম্মান রাখা, আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার, শক্তিশালী সাইবার সুরক্ষা ব্যবস্থা রাখা এবং তথ্য স্থানান্তরের সময় যথাযথ সতর্কতা অবলম্বন করা।

দয়া করে আমাদের তথ্যের গোপনীয়তার বিষয়ে জানতে কিছু সময় নিন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় আমাদের সাথে binge.support@rventuresplc.com -এ যোগাযোগ করুন।

আমরা মাঝেমাঝেই এই নোটিশটি সংশোধন, পরিবর্তন বা আপডেট করতে পারি। এই ধরনের আপডেটগুলো https://binge.buzz/privacy-policy এ পাওয়া যাবে।

বাচ্চাদের সম্পর্কে তথ্য

আপনি যদি ১৮ বছরের কম বয়সী হন, তাহলে আপনার ব্যক্তিগত তথ্য (যেমন, আপনার নাম, ঠিকানা এবং ইমেল) পাঠানোর আগে বাবা-মা বা অভিভাবকের সম্মতি নিতে হবে। যেকোনো সময় এই ধরনের সম্মতির প্রমাণের প্রয়োজন হতে পারে।

আমরা কেমন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি?

আমরা যে ধরনের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি সেটা উক্ত ব্যক্তির সাথে আমাদের কেমন সম্পর্ক তার উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে এবং নিচের বিষয়গুলো থাকতে পারে:

কাস্টমারদের ক্ষেত্রে:

  • যোগাযোগের তথ্য (যেমন; নাম, ঠিকানা, ইমেল এবং ফোন নম্বর)
  • ডেমোগ্রাফিক তথ্য (যেমন; বয়স, লিঙ্গ ইত্যাদি)
  • ফটোগ্রাফ বা ভিডিও (যেমন; আপনি প্রতিযোগিতা বা পুরস্কার বিজয়ী প্রতিযোগিতার জন্য জমা দিয়েছেন)
  • ব্যাঙ্কিং তথ্য (যেমন; ডেবিট বা ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট সম্পর্কিত ব্যাঙ্কিং লেনদেন)
  • অন্যন্য উৎস থেকে সংগৃহীত তথ্যের সাথে আমাদের তথ্যের মিশ্রণ। ধরুন আপনি অন্য একটি থার্ড পার্টি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেছেন (যেমন ফেসবুক, গুগল বা অন্য কোথাও)। আমরা সেখান থেকে আপনার নাম, অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনার পছন্দ, আপনার কমেন্ট এবং এ ধরনের আরও তথ্য সংগ্রহ করতে পারি।
  • আমাদের সংগ্রহকৃত তথ্যগুলো আমরা আপনাদের অভিজ্ঞতাকে আরও সুন্দর করতে ব্যবহার করি। আপনি কী ধরনের ডিভাইস দিয়ে BINGE ব্যবহার করেন (কম্পিউটার, মোবাইল, স্মার্ট টিভি ইত্যাদি) আপনি BINGE কী দেখেন, কখন দেখেন, কী খুঁজেছেন
  • আমাদের সংগ্রহকৃত তথ্যগুলো আমরা আপনাদের অভিজ্ঞতাকে আরও সুন্দর করতে ব্যবহার করি। আপনি কী ধরনের ডিভাইস দিয়ে BINGE ব্যবহার করেন (কম্পিউটার, মোবাইল, স্মার্ট টিভি ইত্যাদি) আপনি BINGE কী দেখেন, কখন দেখেন, কী খুঁজেছেন
  • আপনি কাস্টমার সার্ভিসের সাথে কখন যোগাযোগ করেছেন, কেন যোগাযোগ করেছেন, কী কথা হয়েছে, আপনার ডিভাইসের আইডি, কোন ধরনের ডিভাইস, সফটওয়্যার, কোন এলাকা থেকে ঢুকেছেন (IP ঠিকানা দিয়ে আনুমানিক), কোন ব্রাউজার ব্যবহার করছেন, কুকিজ, ওয়েব বেকন এর মতো টেকনোলজি দিয়ে যে তথ্য পাওয়া যায় (যেমন: বিজ্ঞাপন দেখার তথ্যাদি)


BINGE আপনার ব্যক্তিগত তথ্য কখন সংগ্রহ করে?

  • আপনি যখন BINGE সম্পর্কে তথ্য নেওয়ার জন্য বা BINGE এর সার্ভিসের জন্য রেজিস্ট্রেশন করেন
  • আপনি যখন BINGE-এর সাথে যোগাযোগ করেন (যেমন, ইমেইল, এসএমএস, ইত্যাদি)
  • আপনি যখন BINGE-এর সাবস্ক্রিপশন কেনেন


আমরা কখন আপনার তথ্য ব্যবহার করি?

  • আপনাকে BINGE এর সার্ভিস, প্রোডাক্ট ও অফার সম্পর্কে জানাতে। যা আপনার আগ্রহের কারণ হতে পারে।
  • আপনাকে BINGE এর সার্ভিস ও প্রোডাক্টের নতুন ফিচার, পরিবর্তন এবং সুবিধা সম্পর্কে জানাতে।
  • আপনাকে বিশেষ অফার, ক্যাম্পেইন ও প্রোমোশনের খবর দেওয়ার জন্য। (যদি আপনি চান)
  • আপনার সাবস্ক্রিপশন সম্পর্কে আপডেট দিতে।
  • জরিপ বা মিটিংয়ে অংশগ্রহণের জন্য।
  • আইন, চুক্তি, নিয়ম বা লাইসেন্স সম্পর্কে জানাতে।
  • আপনাকে বিভিন্ন কোম্পানির (যা আপনার আগ্রহের হতে পারে) প্রোডাক্ট ও সার্ভিস সম্পর্কে ফোন, মেসেজ, ইমেইল বা সোশ্যাল মিডিয়াতে জানাতে।
  • বিল পরিশোধের সমস্যা মেটাতে।
  • সার্ভিস, কন্টেন্ট ও বিজ্ঞাপনের মান আরো ভালো করতে।
  • গ্রাহকদের দেওয়া তথ্য ঠিক আছে কিনা, তা পরীক্ষা করতে।
  • আইনগতভাবে ঠিক এমন আরও অন্যান্য কাজে।


BINGE আপনার তথ্য কাদের সাথে শেয়ার করে?

BINGE এর সাথে যুক্ত কোম্পানিগুলোর সাথে

আন্তর্জাতিক কল যখন সংযোগ করা হয়, সেই সময় সেই সংস্থার সাথে

আন্তর্জাতিক কল যখন সংযোগ করা হয়, সেই সময় সেই সংস্থার সাথে

এছাড়াও নিচে উল্লেখিত কারণেও BINGE আপনার তথ্য শেয়ার করতে পারে:

  • BINGE এর অধিকার রক্ষা, আপনার নিরাপত্তা নিশ্চিত করা, জালিয়াতি খুঁজে বের করা, আইনী বাধ্যবাধকতা মেনে চলা
  • BINGE এর পার্টনারদের মার্কেটিং কার্যক্রমের জন্য
  • ক্রেডিট চেক ও জালিয়াতি রোধের জন্য, এ সম্পর্কিত কোম্পানিগুলোর সাথে
  • আপনি কীভাবে BINGE ব্যবহার করেন, তা বুঝতে বিশ্লেষকদের সাথে
  • গবেষণা ও উন্নয়নের কাজে
  • BINGE এর ডিলার বা এজেন্টদের সাথে
  • “BINGE আপনার তথ্য কী কাজে লাগায়?” সেই বিভাগে জানানো কাজগুলোর জন্য


বিভিন্ন কোম্পানি যাদের সাথে BINGE আপনার তথ্য শেয়ার করে, তারা আপনার তথ্য গোপন রাখবে এবং অনুমতি ছাড়া ব্যবহার করবে না।

আপনার কী কী অধিকার আছে?

আপনার অধিকার ও গোপনীয়তা রক্ষা করতে BINGE নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করে:

  • আপনার ব্যক্তিগত তথ্য যেন সঠিক, সম্পূর্ণ, বিভ্রান্তিকর না হয় এবং সর্বদা আপডেট থাকে সেটা নিশ্চিত করে।

একজন BINGE গ্রাহক হিসেবে আপনার নিচের অধিকারগুলো রয়েছে:

  • অবহিত বা জানার অধিকার
  • আপনার ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণের অধিকার
  • আপনি যে ব্যক্তিগত তথ্য BINGE কে দিয়েছেন সেগুলো সংশোধন করার অধিকার

BINGE আপনার ব্যক্তিগত তথ্য দেশের বাইরে অন্য প্রতিষ্ঠানে পাঠাতে পারে। যখন আপনার তথ্য দেশের বাইরে পাঠানো হয়, তখন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

BINGE আপনার তথ্য ইলেকট্রনিক বা ফিজিক্যাল ফাইলে, নিরাপদ স্থানে জমা রাখে।

আপনার তথ্য রক্ষা করতে BINGE যে নিরাপত্তা ব্যবস্থা নেয়:

  • তথ্য গোপন রাখা
  • নিয়মিত নিরাপত্তা পরীক্ষা করা
  • কেবল প্রয়োজনীয় কর্মীদেরই তথ্য দেখার অনুমতি দেওয়া


BINGE কীভাবে আপনার তথ্য জমা এবং সুরক্ষিত রাখে?

BINGE আপনার তথ্য দুই রকম করে রাখতে পারে:

  • ডিজিটালভাবে (যেমন, কম্পিউটারে) এটাকে ইলেকট্রনিক ফর্ম বলে।
  • কাগজে ফাইলের মতো, এটাকে ফিজিক্যাল ফর্ম বলে।


আপনার তথ্য নিরাপদ রাখার জন্য বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। যেমন:

  • তথ্য আদান-প্রদানের বা সংরক্ষণের সময় ইনক্রিপটেড বা গোপন রাখা
  • কঠোর গোপনীয়তা নীতি মেনে চলা
  • নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরীক্ষা করে উন্নত করা
  • শুধু যাদের প্রয়োজন, তারাই আপনার তথ্য দেখতে পারবে


আপনার ব্যক্তিগত তথ্য আমরা কতক্ষণ জমা রাখি?

আপনি BINGE সার্ভিস ব্যবহার করতে যে তথ্য দিয়েছেন, সেগুলো BINGE কতদিন রাখবে, সেটা সেই তথ্য কী কাজে লাগানো হচ্ছে, তার উপর নির্ভর করে। তবে সাধারণত:

  • আইনানুগ কারণে যদি কোনো তথ্য রাখা প্রয়োজন হয় (যেমন, কোনো মামলার ক্ষেত্রে) সেক্ষেত্রে সেই কাজ শেষ হয়ে গেলে তা মুছে ফেলা হবে।
  • আপনি যদি আপনার তথ্য ব্যবহারের অনুমতি না দেন, তাহলে কম সময়ের জন্য তথ্য রাখা হতে পারে।
  • আইন অনুসারে, কিছু তথ্য একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখা বাধ্যতামূলক হতে পারে। সেক্ষেত্রে সেই সময় শেষ হয়ে গেলে তা মুছে ফেলা হবে।


ব্যক্তিগত তথ্য প্রদান না করলে যা হবে:

আপনি BINGE এর সার্ভিস পাবেন না।

BINGE এর প্রোডাক্ট/সার্ভিস সম্পর্কে জিজ্ঞাসা করলে, BINGE আপনাকে জবাব দিতে পারবে না।

BINGE ওয়েবসাইটের কিছু অংশ ব্যবহার করতে পারবেন না।

BINGE এর কাছে তথ্য দিয়ে আপনি স্বীকার করেন যে:

BINGE এর গোপনীয়তা নীতি পড়ে আপনি বুঝেছেন এবং আপনি আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার, সংগ্রহ ও স্থানান্তরের বিষয়টিতে সম্মত হচ্ছেন।